স্টাফ রিপোটার: হঠাৎ ধেয়ে আসা ঝড়ো বৃষ্টিতে শেষ মুহূর্তে এসে পণ্ড হলো সোমবারের ২৬ ফেব্রুয়ারি গ্রন্থমেলা।
রাত ৮টার দিকে দু’এক ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলে বইপ্রেমীরা প্রস্তুতি নিতে শুরু করেন মেলা প্রাঙ্গণ ছাড়ার। মাইকেও প্রকাশকদের উদ্দশ্যে বাংলা একাডেমির ঘোষণা আসে- আপনারা যার যার স্টলের বইগুলো নিরাপদে গুছিয়ে নিন।
বারবার যখন এমন ঘোষণা বাজতে থাকে সোয়া আটটার দিকে হঠাৎ ধেয়ে আসে দমকা হাওয়া। মাইকে আবারও ঘোষণা- ফায়ার সার্ভিস, পুলিশ ও নিরাপত্তাকর্মীরা সতর্ক থাকুন।
ছোটাছুটি শুরু হয়ে যায় ততক্ষণে। সমাগতরা গাছের তলা, ছাউনি, টিএসসির ভেতর-বাইর যে যেখানে পারেন আশ্রয় নেন। অনেকে গাড়ি ধরলেও তীব্র জ্যামে অচল হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
এদিকে সাগরে লঘুচাপের কারণে অসময়ে কালবৈশাখীর খবর আগেই দিয়েছে আবহাওয়া অফিস। রাতে এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হবে। সেই বাতাসের গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত।
বাতাস কিছুটা কমে গেলে বেড়ে যায় বৃষ্টির তোড়। এ সময় ব্যতিব্যস্ত অনেক স্টলেই কিছু বই ভিজে যাওয়ার উপক্রম হয়।