স্টাফ রিপোর্টার: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম সমকালকে জানান, সোমবার রাত সোয়া ৮টার দিকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। এবছর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৩ শতাংশ শিক্ষার্থী এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৭ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছে বলেও জানান তিনি।
এছাড়া শিক্ষার্থীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে (SUST< space >RESULT<space>Exam-Roll ) লিখে ৬৯৬৯ নম্বরে মেসেজ পাঠিয়ে ফল জানতে পারবেন।
ফল প্রকাশের সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল গণিসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ এবং বিকেল আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এ বছর দুইটি ইউনিটে কোটাসহ ১৬৮৯টি আসনের বিপরীতে আবেদন করে ৫২২৭৯ জন শিক্ষার্থী।