Select Page

আজ সোমবার, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: সন্ধ্যা ৭:১৫

সরকার আন্তরিকভাবে চায় বিএনপি নির্বাচনে আসুক: কাদের

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

নভে ২০, ২০১৭ | Uncategorized

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার আন্তরিকভাবে চায় বিএনপি নির্বাচনে আসুক। সব দলের অংশগ্রহণে অর্থবহ নির্বাচন হোক। আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষমতায় যেতে চায় না।’

সোমবার বিকেলে ফেনীর মহীপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছয় লেন ফ্লাইওভারের অগ্রগতি পরিদর্শনের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট এ ফ্লাইওভারটি উদ্বোধন করবেন।

খালেদা জিয়ার বিচার কার্যক্রম নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে প্রভাবিত করবে কি-না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার বিচার নিয়ে এখনই মায়াকান্না শুরু করেছে। আদালতে খালেদা জিয়ার বিচার হচ্ছে। বিচার কার্যক্রম এগিয়ে চলছে। এতে শেষ পর্যন্ত একটা রায় হবে। সেই রায়ে খালেদা জিয়া দণ্ডিত হতে পারেন, আবার খালাসও পেতে পারেন। দণ্ডিত হলে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। তা হলে তারা (বিএনপি) কেন অন্ধকারে আগাম ঢিল ছুড়ছেন?’

তিনি আরও বলেন, ‘তবে সরকার চায় বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, এবার যেন তা আর না করে।’

সৈয়দপুরে বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, ‘সেখানে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাতে কুশল বিনিময় হয়েছে। এর বেশি কিছু নয়। এটিকে নিয়ে বিরূপ মন্তব্য করার কিছু নেই।’

সেতুমন্ত্রী সোমবার ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর মহীপালে ফ্লাইওভার পরিদর্শন করেন। ফ্লাইওভারটির কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের ছয় মাস আগে ১৬ ডিসেম্বরের মধ্যেই এটির নির্মাণকাজ সেনাবাহিনী শেষ করবে।’

সফরকালে মন্ত্রীর সঙ্গে আরও ছিলেন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম রেজাউল মজিদ, ব্রিগেড কমান্ডার লে. কর্নেল মুসফিকুল আলম, ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজী প্রমুখ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০