আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পাঁচ দিনের আফ্রিকা সফর শেষ করেছেন। তিনি শনিবার বলেছেন, আমরা আফ্রিকা ও আফ্রিকান ভাইদের কোনো পক্ষপাতিত্ব ছাড়াই ভালোবাসি।
পাঁচ দিনের এ সফরে এরদোয়ান আলজেরিয়া, মৌরিতানিয়া, সেনেগাল ও মালি সফর করেছেন। এরদোয়ান জানান, এ সফরে তিনি দেশগুলোর সঙ্গে ফলপ্রসু আলোচনা করেছেন।
এরদোয়ান আরও বলেন, ‘নতুন বিশ্ব ব্যবস্থা বিনির্মাণে তুরস্ক আফ্রিকার সঙ্গে কাজ করতে চায়। আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের বন্ধুত্ব দৃঢ় করবো এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা আরও বেশি সম্ভবনাময় খাতগুলোকে বেছে নেবো।’
Facebook Comments Box