চাটখিল প্রতিনিধি: চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের পূর্ব মমিনপুর গ্রামে ইতি (১০) নামের এক স্কুল ছাত্রী তিন দিন নিখোঁজের পর সোমবার রাতে বাড়ির পাশে মাটি চাপা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইতি ঐ গ্রামের মোল্লা বাড়ির গোলাম মাওলার মেয়ে এবং মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ধর্ষণ করার পর হত্যা করে মাটি চাপা দেয়া হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছে।
নিহতের পরিবার জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় ইতি তারা চারদিকে খুঁজতে থাকে। পরে আত্মীয়-স্বজনের বাড়িতে এবং এলাকায় মাইকিং করে খুঁজতে থাকে। সোমবার বিকেলে তাদের বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে মাঠের মধ্যে নতুন বালুর স্তুপ দেখে স্থানীয় এক পথচারীর সন্দেহ হলে সে ইতির পরিবারকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে যায়। পরে রাতে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার পরিবারের ধারণা মেয়েকে ধর্ষণের পর মাটি চাপা দিয়ে হত্যা করা হয়।
এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার বলেন, মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হাসপাতালের রির্পোট আসলে দেখা যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।