Select Page

আজ মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: সন্ধ্যা ৬:৩৩

নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন-সমাবেশ

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

নভে ২২, ২০১৭ | নোয়াখালী সদর

স্টাফ রিপোর্টার: উৎপল দাসকে ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়েছে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকরা। এ সময় তারা উৎপল দাসকে অবিলম্বে ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুশিয়ারি দিয়েছে।
রোববার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের সামনের সড়কে এক মানববন্ধন-সমাবেশ কর্মসূচি থেকে এ হুশিয়ারি দেওয়া হয়। মানববন্ধন-সমাবেশে জেলায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার। সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদের পরিচালনায় বক্তব্য রাখেন, সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সহ সম্পাদক সাইফুল্যাহ্ কামরুল, ক্রীড়া সম্পাদক আবদুর রহিম বাবুল, সাংবাদিক নাছির উদ্দিন বাদল, লেয়াকত আলী খান, মিজানুর রহমান, ফয়জুল ইসলাম জাহান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক নিখোঁজ হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, মামলা-হামলায় হয়রানি হচ্ছে। অথচ রাষ্ট্র নিরব ভূমিকা পালন করছে। মনে হচ্ছে রাষ্ট্রও অসহায় দর্শক। রাষ্ট্র কর্তাদের এমন নিরব ভূমিকা আজ সাংবাদিকদের মধ্যে প্রশ্ন তৈরি করছে। উৎপল দাস নিখোঁজ হলো ৪০ দিন পেরিয়ে গেছে। অথচ কোনো একটা হদিসও দিতে পারছে না আইন প্রয়োগকারী সংস্থা। উৎপলকে উদ্ধারে সরকারেরও তেমন কোনো ভালো ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না। অনতিবিলম্বে উৎপলকে সহকর্মি ও তার পরিবারের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবী জানান বক্তারা। যদি সরকার উৎপালকে খুঁজে বের করতে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুশিয়ারি দেওয়া হয় মানববন্ধন-সমাবেশ থেকে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০