“পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ” এ স্লোগানকে সামনে রেখে সোনাইমুড়ীতে জাতীয় স্যানিটেশন মাস উদযাপিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।
সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি সোনাইমুড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল, উপজেলা স্যানিটেশন ইন্সপেক্টর মো. হাসানুর রহমান ভূঁইয়া, সোনাইমুড়ী থানা এস আই আলাউদ্দিন, মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ সামছুদ্দিন, সহকারী শিক্ষক সাহাব উদ্দিন, তপন বাবু, ব্র্যাক ফিল্ড অর্গানাইজার মোহাম্মদ হোছাইন, কামরুল হাছান প্রমুখ।
সোনাইমুড়ী ব্র্যাক অফিস ও সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় রেডক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগীতায় এই র্যালির আয়োজন করা হয়।