বিশেষ প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রয়োজনীয় সিজারিয়ান প্রসবের হার মোট প্রসবের ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে সীমিত থাকবে। বাংলাদেশে সিজারিয়ান প্রসবের হার নির্ধারিত ওই হারের দ্বিগুণেরও বেশি, যা বর্তমানে ৩১ শতাংশ।
‘বাংলাদেশে মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ ২০১৬’-এ আতঙ্কজনক এ চিত্র উঠে এসেছে।
বুধবার ২২ নভেম্বর দুপুরে রাজধানীর একটি হোটেলে ওই জরিপ প্রকাশিত হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরিপটিতে দেখা গেছে, দেশে বর্তমানে বছরে প্রায় ১০ লাখ সিজারিয়ান প্রসব হচ্ছে। মোট সিজারিয়ান প্রসবের ৭৯ শতাংশই বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে হয়।
জরিপ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি রয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।