সপ্তাহখানেক আগে শেষ হওয়া জেএসসির প্রায় সবকটি পরীক্ষার প্রশ্ন মিলেছে কয়েকটি ফেইসবুক গ্রুপ ও পেইজে। এখন পিইসির প্রশ্ন ও তার উত্তর তুলে দেওয়া হচ্ছে এসব গ্রুপ-পেইজে, যার কোনো কোনোটির সদস্য সংখ্যা অর্ধ লক্ষাধিক।
বুধবার সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত দেশজুড়ে একযোগে পিইসির ‘প্রাথমিক বিজ্ঞান’ পরীক্ষা হয়।
এই পরীক্ষার প্রশ্ন পেতে আগের দিন বিকাল থেকেই ফেইসবুক গ্রুপগুলোতে অনেককে পোস্ট ও কমেন্ট করতে দেখা যায়। রাতে ও সকালে এসব গ্রুপে প্রশ্ন ও উত্তর পোস্ট করা হয়। পরীক্ষা শেষে ঢাকা অঞ্চলের প্রশ্নের সঙ্গে তার মিল পাওয়া যায়।
Facebook Comments Box