পবিত্র শবে বরাত তথা ভাগ্যরজনীতে শতসহস্র আশেকে রাসুল বা রাসুল প্রেমী ভক্তকুলদের নিয়ে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় আল্লাহ’র কাছে দোয়া ও মুনাজাত করেন বাংলাদেশের প্রথম সুন্নী এস্তেমার প্রবক্তা-মুজতামিউস সুন্নী আলহাজ্ব শাহসূফী মুর্শিদেহক লক্ষ্মীপুরী মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী আলকাদেরী আল চিশ্তী।
রোববার দিবাগত রাতে বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার রহমতখালীর সাইফিয়া দরবার শরীফে এই দোয়া ও মুনাজাত করা হয়।
রজনীর শুরু থেকে গভীর রাত পর্যন্ত আল্লাহ এবং তার প্রিয় পাত্র রাসুলে পাক (সঃ) স্মরণে দোয়া ও জিকির মাহফিল চলে একাগ্রচিত্তে।
শান্তিপূর্ণ জিকির ও দোয়া মুনাজাতে সাইফিয়া দরবারের ভক্তকুল, মাদ্রসার শিক্ষার্থী, এতীমখানার শিশু-কিশোর ছাড়াও স্থানীয় ও বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন এলাকার জনগন-সুধীমহল এতে অংশগ্রহণ করেন। মুনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
নো/বা/এমএস/রা