মোহাম্মদ সোহেল :
নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলায় জলাবদ্ধতা নিরসন করতে মাইজদী প্রধান সড়কের পাশের খালের উপর দীর্ঘদিনের অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রথমদিনে মোবাইল কোর্টের মাধ্যমে ১০টি স্থাপনা উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া।
এ সময় জেলা পুলিশ, নোয়াখালী পৌরসভা, সড়ক ও জনপথ বিভাগ সহ বিভিন্ন বিভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অংশগ্রহন করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া বলেন, নোয়াখালীতে খালের উপর মোট ৩ হাজার ৯৫৫ টি অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১১২ টি স্থাপনা। আগামী তিনদিন এ অভিযান অব্যাহত থাকবে । পর্যায়ক্রমে বাকী অবৈধ দখলদারদেরও তালিকা করা হবে।
নো/বা/এমএস/বি