স্টাফ রিপোর্টার : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পরিষ্কার বাজার এলাকায় ঘরের ওপর দিয়ে বিদ্যুতের তার নেওয়াকে কেন্দ্র করে ছোট ভাই সোহেলের ছুরিকাঘাতে বড় ভাই অজিউল্লাহ (৩৮) গুরুতর আহত হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনার পর তার মৃত্যু ঘটে।
সোমবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক ছোট ভাই সোহেল পালিয়ে যায়।
চরজব্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের মৃত মফিজ উল্লাহর ছেলেদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার রাতে ছোট ভাই সোহেলের ঘরের ওপর দিয়ে বড় ভাই অজিউল্লাহ বিদ্যুৎ সংযোগ নিয়ে তার ঘরে সংযোগ দেয়।
এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই সোহেল বড় ভাই অজিউল্লাহকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অজিউল্লাহকে নোয়াখালী জেনারেল হাসপতালে আনা হলে সেখানে তার মৃত্যু ঘটে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটেছে ।
চরজব্বর থানার ওসি মো. শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক সোহেলকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। ময়নাতদন্ত করতে নিহতের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।
নোয়াখালী।
১৪.০৫.১৯

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page