ষ্টাফ রিপোর্টার :
নোয়াখালীতে দুর্নীতির মাধ্যমে ভ্যাট আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মেঘনা ফিলিং স্টেশনের ম্যানেজার হারুনুর রশিদ চৌধুরী নামের এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ৯৩ লাখ ৬৯ হাজার ৬৩৭ টাকা অর্থ দন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নোয়াখালীর স্পেশাল জর্জ আদালতের বিশেষ জর্জ মো.শফিকুল ইসলাম এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী হারুনুর রশিদ চৌধুরী লক্ষীপুর সদরের অবিরখিল গ্রামের আবদুল মালেকের ছেলে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালীর উপ-পরিচালক মো.জাহাঙ্গীর আলম জানান ভ্যাট আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় ঢাকার মেঘনা ফিলিং স্টেশনের ম্যানেজার হারুনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে দুদক নোয়াখালীর সাবেক সহকারী পরিচালক আবদুস সাত্তার বাদি হয়ে লক্ষীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩৪, তাং-১২/০৯/১২ইং, বিশেষ মামলা নং-৬/১৪। মামলাটি দীর্ঘ শুনানী শেষে আসামী হারুনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার নোয়াখালীর স্পেশাল জর্জ আদালতের বিশেষ জর্জ মো.শফিকুল ইসলাম ওই আসামীকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় এক বছর সশ্রম কারাদন্ড এবং ২৭ (১) ধারায় ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৯৩ লাখ ৬৯ হাজার ৬৩৭ টাকা অর্থ দন্ডের রায় প্রদান করেন। অর্থদন্ডের টাকা অনাদায়ে আরো এক বছর কারা দন্ডের বিধান রাখা হয়েছে।