মোহাম্মদ সোহেল :
নোয়াখালীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনারে অভিবাসিদের টিটিসি/ওটিসি থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে হাতে কলমে শিক্ষার মাধ্যমে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বুধবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে নোয়াখালী কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু ছালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তন্ময় দাস। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শাহীন রিসোর্স পার্সন হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিগন উপস্থিত ছিলেন।