ষ্টাফ রিপোর্টার :
নোয়াখালীতে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা শহর মাইজদীর এফপিএবি হল রুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইদুল ইসলাম।
সংগঠনের জেলা শাখার সভাপতি খায়রুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক মো. রাশেদ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি একেএম সাইফুদ্দিন সোহান, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিথুন ভট্ট, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাশেম, নোয়াখালী জেলারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম প্রমূখ।
দোয়া ও ইফতার মাহফিলে শিক্ষক, সাংবাদিক, আইনজীবি, ডাক্তার, ব্যাংকার সহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবিরা অংশ নেন।