Select Page

আজ রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: দুপুর ১২:২৯

রোমাঞ্চকর ম্যাচে চেন্নাইয়িনকে হারিয়ে দিল আবাহনী

নোয়াখালী বার্তা ডেস্ক

মে ১৫, ২০১৯ | খেলার খবর

ষ্টাফ রিপোর্টার : ম্যাচটি হেরে গেলেই দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন ফিকে হয়ে যাবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে ভারতীয় জায়ান্ট চেন্নাইয়িন এফসির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জিতেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

এই জয়ে প্রথমবারের মতো এশিয়ান মঞ্চের দ্বিতীয় পর্বে খেলার আশা টিকিয়ে রাখলো আকাশি-নীলরা। ৪ ম্যাচে ২ জয়, ১ হার ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে শীর্ষে আছে চেন্নাইয়িন।

এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচে বুধবার (১৫ মে) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতীয় ক্লাব চেন্নাইয়িন এফসি’র মুখোমুখি হওয়ার আগে আকাশি-নীলদের প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়ায় মূল একাদশের চার খেলোয়াড়ের চোট।

হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক লড়াইয়ের আগের ম্যাচে ভারতের মাটিতে আত্মঘাতী গোলে হেরে এসেছিল আবাহনী। তাই কোচ মারিও লেমোসের পক্ষে এই ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ ছিল না। কিন্তু ইনজুরি বাধায় জয়ের স্বপ্ন হয়ত তিনি নিজেও দেখেননি।

মাঠের খেলায় অবশ্য দলের শক্তিক্ষয়ের কোনো প্রভাব পড়তে দেননি আবাহনীর খেলোয়াড়রা। দু’বার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ছিনিয়ে এনেছেন দুর্দান্ত জয়। অথচ ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই স্ট্রাইকার সি.কে. ভিনিথের প্লেসিং শটে পাওয়া গোলে এগিয়ে যায় ভারতীয় ক্লাবটি।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১