Select Page

আজ শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: সন্ধ্যা ৭:৩৪

ফেনীতে পুলিশের হারানো ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করবো

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

মে ১৫, ২০১৯ | ফেনী

ফেনী প্রতিনিধি : কাজের মাধ্যমে ফেনীতে পুলিশের হারানো ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করবেন বলে জানিয়েছেন নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

বুধবার (১৫ মে) দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

কাজী মনিরুজ্জামান বলেন, সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ফেনী জেলা পুলিশের ভাবমূর্তি যেটুকু ক্ষুন্ন হয়েছে, কাজের মাধ্যমে তা উদ্ধারের চেষ্টা করা হবে।

তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে। সন্ত্রাসী, জঙ্গি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়। তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে ফেনী পুলিশ। অন্যায়কারীকে কোনো ধরনের প্রশ্রয় নয়।

পুলিশ সুপার বলেন, মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের সবধরনের প্রস্তুতি রয়েছে।

সে সময় কোথাও আইনশৃঙ্খলা কিংবা শান্তিভঙ্গের উদ্রেক হতে পারে এমন পরিস্থিতি সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

পাশাপাশি সাংবাদিকদের সহযোগীতা কামনা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক।

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ খালেদ হোসেন।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০