Select Page

আজ শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: সন্ধ্যা ৭:২০

রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার প্রতিশ্রুতি গাম্বিয়ার

নোয়াখালী বার্তা ডেস্ক

মে ১৭, ২০১৯ | আন্তর্জাতিক

ষ্টাফ রিপোর্টর :
রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে নিতে গাম্বিয়া প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিশ্রুতির কথা জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ড. মামাদু টাঙ্গারা জানান, রোহিঙ্গা সংকট মানবিক ইস্যু, তার দেশ এই ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন বিশেষ করে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের প্রশংসা করেন তিনি।

বৈঠকে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি সেক্টরে পারস্পরিক সহযোগিতার বিষয় আগ্রহ প্রকাশ করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর বিদেশে নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ দেশে ফিরে আসা এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশে ফিরে আসার পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। এখন আমরা দেশের মানুষের অবস্থা উন্নত করতে সবোর্চ্চ চেষ্টা করছি।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জিডিপি ৮ দশমিক ১ শতাংশ অর্জন এবং দারিদ্র্যের হার ২১ শতাংশে নামিয়ে আনার কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রামীণ মানুষের উন্নয়নে। কর্মসংস্থান ও দেশের অর্থনীতির আরও উন্নতির জন্য প্রধানমন্ত্রী ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চলমান উদ্যোগের কথা উল্লেখ করেন।

বৈঠককালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধামন্ত্রীর মুখ্য সচিব এম নজিবুর রহমান।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০