ষ্টাফ রিপোর্টার :
নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইউনূছ (৩৮) কে গুলি করে এবং কুপিয়ে হত্যা চেষ্টায় গুরুতর আহত করেছে দুবৃর্ত্তরা।
শুক্রবার গভীর রাতে উপজেলার চর করমূল্যা বাজারের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। আহত ইউনূছ উপজেলার চর শুল্লুকিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে।
আহত যুবলীগ নেতার বড় ভাই মো. ইউসুফ জানান রাত ১২টার দিকে করমূল্যা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় ইউনূছ। এসময় বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা গুলি করে এবং কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় ইউনূছকে স্থানীয়রা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। রাতেই ইউনূছকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসক।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন যুবলীগ সভাপতিকে কুপিয়ে আহত করার বিষয়টি নিশ্চিত করে বলেন আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।