চাটখিল প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. নুরুল আমিন (৫৫) নামে এক কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার নোয়াখালা ইউনিয়নের শ্রীনগর গ্রামের নিহতের বাড়ির সুপারি বাগান থেকে রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়।
নিহত নুরুল আমিন দক্ষিণ-পশ্চিম শ্রীনগর গ্রামের প্রয়াত আলী আকবরের ছেলে। সে ২ কন্যা সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের পাশে একটি হাতুড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হাতুড়িটি দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে তাকে নির্মমভাবে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
এ ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন রানা এবং রুবেল হোসেন নামে দুজনকে আটক করে।
স্থানীয়রা জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে নুরুল আমিন স্থানীয় মসজিদে তারাবি নামাজ শেষে বাড়িতে যাবার পথে নিখোঁজ হন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে নিহতের ঘরের পাশের সুপারি বাগানে তার লাশ পাওয়া যায়।
চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হবে।