ষ্টাফ রিপোর্টার :
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে দুর্গানগর বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার দুর্গানগর হায়দারগঞ্জ বাজারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা মো. নাজিম উদ্দিন।
সংগঠনের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়ান্নই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহি উদ্দিন শেখ, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন সুমন, শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল খায়ের সোহাগ, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আরমান হোসেন।
ইফতার ও দোয়া মাহফিলে নোয়ান্নই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।