Select Page

আজ মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৪ হিজরি সময়: দুপুর ১:৪১

নোয়াখালীতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

নোয়াখালী বার্তা ডেস্ক

ষ্টাফ রিপোর্টার :

দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হত্যা, অগ্নিসংযোগ, সম্পত্তি জবর দখল ও নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের টাউনহল মোড়ের আব্দুল মালেক উকিল সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন উপলক্ষে সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্যরা শহরের টাউন হল মোড়ে জড়ো হতে থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা স্থানীয় আবদুল মালেক উকিল সড়কে মানববন্ধন ও সমাবেশ করেন।

সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি রতন লাল সাহার সভাপতিত্বে এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর শীলের পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি বাবুল মজুমদার, কবিরহাট উপজেলার সভাপতি স্বপন পাল, ছাত্র-যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম দাস প্রমুখ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১