ষ্টাফ রিপোর্টার :
পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সামছুদ্দিন জেহান বলেছেন ‘উন্নয়ন অব্যাহত রেখে জনগণের জন্য সমৃদ্ধ উপজেলা গড়তে কাজ করবো’। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার একজন যোগ্য সৈনিক হয়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
সোমবার (২৭ মে) সন্ধ্যায় মাইজদী হাউজিং এস্টেট আইডিয়াল স্কুলে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধায়নে নোয়াখালী সদর উপজেলা এবং পৌরসভার তৃণমূল যুবলীগ-ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ প্রার্থী জেহান এসব কথা বলেন।
এসময় নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি একেএম সাইফ উদ্দিন সোহান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জু, জেলা যুবলীগ নেতা জিয়া উদ্দিন সোহেল, আবুল কালাম সুজন, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন সুমন, শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল খায়ের সোহাগ সহ সদর উপজেলা এবং পৌরসবার তৃণমূল যুবলীগ-ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আগামী ১৮ জুন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার ঘোষণা দেন নেতাকর্মীরা।