Select Page

আজ মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: সন্ধ্যা ৬:৫৮

নোয়াখালীর ধর্মপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

নোয়াখালী বার্তা ডেস্ক

ষ্টাফ রিপোর্টার :
নোয়াখালী সদর উপজেলার ৭নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে সচ্ছতা, জবাবদিহিতা ও স্থানীয় জনগোষ্ঠির অংশগ্রহণে জনবান্ধব এ বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব মো.সহিদুল ইসলাম।

অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছিদ্দিকুর রহমান (সাবু)।

এতে ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্য, স্থানীয় গন্য-মান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ওয়ার্ডের সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ধর্মপুর ইউনিয়নের এবারের বাজেটে সর্বমোট সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা ও মোট সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭২ লাখ টাকা এবং সম্ভাব্য উদ্বৃত্ত নির্ধারণ করা হয় ৬ লাখ ২০ হাজার টাকা।

আগামী অর্থ বছরের জন্য ধর্মপুর ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত এ বাজেট কে উপস্থিত ব্যক্তিবর্গ স্বাগত জানান।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০