বেগমগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়ন থেকে বাবুল (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ফাইপগান, দুই রাউন্ড গুলি ও ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাবুল অভিরামপুর গ্রামের আরিফুর রহমানের ছেলে।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমান উল্যাহপুর ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের চেক পোস্ট বসানো হয়। এসময় একটি সিএনজি অটোরিকশাতে তল্লাশি চালিয়ে একটি ফাইপগান, দুই রাউন্ড গুলি ও ৫০পিস ইয়াবাসহ মাদক কারবারি বাবুলকে আটক করা হয়।
ওসি আরো জানান, ঘটনায় বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।