বেগমগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবানি জীবনপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ছয়ানি ইউনিয়নে কার্ভাডভ্যান চাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে।
নিহত তানজিলা আক্তার মিতু ওই এলাকার আব্দুল মন্নানের মেয়ে। ছয়ানি মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মিতু।
নিহত মিতুর বাবা আব্দুল মন্নান জানান, সকালে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে প্রধান সড়কে আসে মিতু। এসময় ওই সড়ক দিয়ে যাওয়া একটি কার্ভাডভ্যান তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে মিতু মারা যায়।
বেগমগঞ্জ থানার এসআই (তদন্ত) নূর আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও কার্ভাডভ্যানটি আটক করা হয়েছে।