কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে এক মাদ্রাসার শিক্ষিকাকে জোরপূর্বক ধর্ষণ করেছে আহমেদ মিশন (২৬) নামে এক যুবক।
কোম্পানীগঞ্জ মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে শিক্ষিকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মিশন ওই এলাকার ফয়েজ উল্যাহর নতুন বাড়ির মো. এরফানের ছেলে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিক্ষিকা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে মিশন ওই শিক্ষিকার ঘরে ঢুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় শিক্ষিকার কান্নার শব্দে আশপাশের লোকজন এসে অভিযুক্ত মিশনকে হাতেনাতে আটক করে। তবে স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ধর্ষিতাকে প্রাণনাশের হুমকি দিয়ে সে চলে যায়। এ ব্যাপারে ধর্ষণের শিকার শিক্ষিকা নিজে বাদী হয়ে বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আমরা তার অভিযোগটি গ্রহণ করেছি। এবং আসামীকে ধরার জন্য পুলিশ অভিযান চলছে।