বেগমগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউপির বসন্তবাগে গতকাল রাতে ডাকাতি সংগঠিত হয়েছে।
জানা যায় বেগমগঞ্জ গোপালপুরের বসন্তবাগ গ্রামের আবুল কালাম সওদাগরের বাড়িতে দৈনিক নোয়াখালী বার্তার প্রধান সম্পাদক আনোয়ার হোসেন রুমি’র বসত ঘরে গতকাল বৃহঃপ্রতিবার রাত আনুমানিক ১.৩০ মিনিটের সময় ডাকাতদল হানা দেয়।
ডাকাত দলের নেতা জিরতলী ইউনিয়নের বারইছতল সর্দার বাড়ির জামাল উদ্দিন পাটোয়ারীর ড্রাইভারের পুত্র তোফায়েল আহম্মদ সহ অজ্ঞাতনামা ২ ডাকাত ঘরে প্রবেশ করে এ সময় ডাকাতরা সাংবাদিক রুমি’র পাঁচ বৎসর বয়সী বাগিনা মোজাম্মেলকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমীরা থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন ও আট আনা ওজনের ২ জোড়া কানের দুল নগদ ৭ হাজার টাকা সহ ৬০/৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় সাংবাদিক আনোয়ার হোসেন রুমি বাদী হয়ে অভিযোগ দায়ের করলে এএসআই সুজন চাকমাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেন।