হাতিয়া প্রতিনিধি :
নোয়াখালীর হাতিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা চর গাজী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ইউপি সদস্যে শেখ ফরিদ উদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বিকালে ওই ইউনিয়নের তেগাছিয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে ফরিদ মেম্বারের মুক্তি চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী আব্বাস উদ্দিন, ফখরুদ্দীন, সুফিয়া খাতুন, শাহানাজ বেগম, সায়মা আক্তার, ইউসুফ আহম্মদ, আবুল বাশার প্রমূখ।
বক্তারা বলেন ২০০৫ সাল থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার সীমান্তবর্তী রামগতি উপজেলার চর গাজী ইউনিয়নের মোহাম্মদপুর সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদপুরের জনপ্রিয় মেম্বার শেখ ফরিদ উদ্দিনকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে গ্রেফতার করানো হয়েছে। অবিলম্বে ফরিদ মেম্বারের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্থানীয় দশ সহস্রাধিক পুরুষ-মহিলা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য মঙ্গলবার ভোর রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলা সোলেমান বাজার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ শেখ ফরিদ উদ্দিনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।