কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচয়হীন এক নারীকে নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। ওই নারীর আনুমানিক বয়স ৬২ বছর। তার পরিচয়ের সন্ধান চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাসিস্ট্যান্ট সার্জন মাকসুদাহ সুলতানা সুরভি বলেন, বৃদ্ধা দীর্ঘ আড়াই মাস আগে হাসপাতালে ভর্তি হন। কিন্তু এখনো তার পরিচয় পাওয়া যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন থাকার কারণে হাসপাতালের পরিবেশ রক্ষা কঠিন হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালে ডাক্তার, নার্স ওই বৃদ্ধার চিকিৎসা দিয়ে যাচ্ছে। তার শরীরে পঁচন ধরেছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। যা এখানে দেয়া সম্ভব নয়। তাকে কেউ চিনলে যোগাযোগ করতে বা স্বজনের কাছে সন্ধান দেয়ার অনুরোধ রইল।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. মো. সেলিম বলেন, পরিচয় না থাকায় তাকে ছাড় দেয়া যাচ্ছে না। বিষয়টি কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও থানার ওসিকে জানিয়েছি।