সোনাইমুড়ী প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে এক তরুনী (১৭) কে আটকে রেখে দলবেঁধে গণধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পুলিশ রফিকুল ইসলাম জয় নামে একজনকে আটক করেছে। তরুনী নিজে বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করে।
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ জানান, বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের এক তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বুধবার সুকৌশলে বাড়ি থেকে বের করে নিয়ে সোনাইমুড়ী উপজেলার রসুলপুর গ্রামে জামাল মিয়ার নতুন বাড়ীর একটি ঘরে আটকে রেখে রফিকুল ইসলাম জয় এবং তার দুই বন্ধু সাজ্জাদ হোসেন বাবু ও সাইফুল ইসলাম দলবেঁধে র্ধষণ করে।
বিষয়টি স্থাণীয় এলাকাবাসী পুলিশকে অবহিত করলে বৃহম্পতিবার রাত সাড়ে ১১ টার সময় অভিযান চালিয়ে নির্যাতনের শিকার তরুনীকে উদ্ধার করে এবং ঘটনার মুল অভিযুুক্ত রফিকুল ইসলাম জয়কে আটক করে পুলিশ।
নির্যাতিতা তরুনীকে শুক্রবার দুপুরে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম বলেন ওই তরুনী চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক পরিক্ষা-নিরিক্ষার পর ধর্ষনের বিষয়ে বিস্তারিত বলা যাবে।