কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউপিতে মঙ্গলবার রাতে পাওনা টাকা চাওয়ায় তিনজনকে কুপিয়েছে এক যুবদল নেতা।
আহতরা হলেন- মো. হোসেন, আবুল কাসেম, রুবেল। তারা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় বুধবার সকালে ভুক্তভোগী মামলা করেছেন।
ভুক্তভোগীর ছেলে আবুল কালাম জানান, তার বাবা চরফকিরা ৯নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুলকে ত্রিশ হাজার টাকা ঋণ দেন। ঋণের সাত হাজার টাকা এখনো বাকি রয়েছে। বাবা পাওনা টাকা চাইলে বাবুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে যুবদল নেতার নেতৃত্বে তার বাবা মো. আমির হোসেন, ভাই সোহাগ, জহির, রিপনসহ পাওনাদার বাবা, ভাই ও এক নিকট আত্মীয়কে দা দিয়ে কুপিয়ে জখম করে