Select Page

আজ রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: রাত ১২:২৮

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশিকে বিষপানে হত্যা

নোয়াখালী বার্তা ডেস্ক

জুলা ৬, ২০১৯ | সেনবাগ

ষ্টাফ রিপোর্টার:
দক্ষিণ আফ্রিকার বলুমপয়েন্ট শহরে ইয়াছিন আরাফাত (৪৬) নামে এক বাংলাদেশিকে বিষপানে হত্যার অভিযোগ উঠেছে তার সহকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (৫ জুলাই) সকালে ইয়াছিনের অন্য এক সহকর্মী মোবাইল ফোনে তার পরিবারকে বিষয়টি নিশ্চিত করে। এরআগে গত ১ জুলাই (সোমবার) বাংলাদেশ সময় রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের হাজী মুজাফফর আলী বাড়ীর ফজলুল হকের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে ইয়াছিন সবার বড় ছিলেন।

নিহতের পারিবারিক সূত্র জানা যায়, ইয়াছিন টিএসএফ একটি কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত ১ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টার দিকে ওই প্রতিষ্ঠানের সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে অংশ নেন তিনি। পার্টিতে কোমল পানির সঙ্গে বিষ মিশিয়ে দেয় সহকর্মীরা। আর সে পানি পান করে ইয়াছিনের মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই নূরুল আমিন বলেন, পরিবারের স্বচ্ছলতার জন্য ইয়াছিন ১৪ বছর আগে আফ্রিকায় যান। তার দু’টি মেয়ে রয়েছে। এবার ছুটিতে দেশে আসার কথা ছিলো। ইয়াছিনের মরদেহ দেশে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তিনি।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০