ষ্টাফ রিপোর্টার :
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল নোয়াখালীতে জনজীবনে কোন প্রভাব ফেলতে পারেনি। তবে রোববার সকাল থেকে বৃষ্টিতে বেড়েছে সাধারণ মানুষের বিরম্বনা।
জেলার সর্বত্ব হরতালে মাঠে ছিলো না বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। অন্যদিকে হরতালে মৌন সমর্থন দেওয়া বিএনপি নেতাকর্মীদেরও কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।
প্রতি দিনের মতো স্বাভাবিকভাবে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, এক্সুল, কলেজ, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠানসহ জনজীবন ছিলো স্বাভাবিক। দূরপাল্লার যানবাহনসহ ছোট পরিবহনও চলাচল ছিলো স্বভাবিক। তবে রোববার সকাল থেকে বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে কিছুটা বিরম্বনায় পড়তে হয়েছিলো।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, হরতালের সমর্থনে হরতাল সফল করার মত লক্ষণীয় কোন কার্যক্রম জেলা শহরে ছিলো না। তবে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে সর্তক অবস্থানে ছিলো।
নোয়াখালী জেলা বাসদ (মার্কসবাদী) দলের আহ্বায়ক দলিলুর রহমান দুলাল বলেন, হরতালের সমর্থনে গতকাল (শনিবার) বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা। তবে বৃষ্টির কারণে হরতালের সমর্থনে তেমন কোন কর্মসূচি নেওয়া হয়নি।