চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার সাতটি বেসরকারি হাসপাতালকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদ ও জনগণের অভিযোগের প্রেক্ষিতে ‘চাটখিল ইসলামিয়া হাসপাতালকে ৭০ হাজার, চাটখিল ফিজিও থেরাপি সেন্টারকে ৩৫ হাজার, নবজাতক শিশু চাইল্ড কেয়ার ও গাইনি হাসপাতালকে ৭০ হাজার, চাটখিল শিশু হাসপাতালকে ৮৫ হাজার, চাটখিল স্কয়ার হাসপাতালকে ৪৫ হাজার ও ডা. জেবুন্নেছা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকাসহ সাতটি হাসপাতালকে মোট ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আরাফাত, বিএমএ প্রতিনিধি ডা. দ্বীপন চন্দ্র মজুমদার, ড্রাগ সুপার মাসুদুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে চাটখিল থানা পুলিশ।