Select Page

আজ বৃহস্পতিবার, ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৪ হিজরি সময়: রাত ১২:৫৭

নিম্ন সেবার মান, নোয়াখালীতে সাত হাসপাতালকে জরিমানা

নোয়াখালী বার্তা ডেস্ক

জুলা ৯, ২০১৯ | চাটখিল

চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার সাতটি বেসরকারি হাসপাতালকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদ ও জনগণের অভিযোগের প্রেক্ষিতে ‘চাটখিল ইসলামিয়া হাসপাতালকে ৭০ হাজার, চাটখিল ফিজিও থেরাপি সেন্টারকে ৩৫ হাজার, নবজাতক শিশু চাইল্ড কেয়ার ও গাইনি হাসপাতালকে ৭০ হাজার, চাটখিল শিশু হাসপাতালকে ৮৫ হাজার, চাটখিল স্কয়ার হাসপাতালকে ৪৫ হাজার ও ডা. জেবুন্নেছা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকাসহ সাতটি হাসপাতালকে মোট ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আরাফাত, বিএমএ প্রতিনিধি ডা. দ্বীপন চন্দ্র মজুমদার, ড্রাগ সুপার মাসুদুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে চাটখিল থানা পুলিশ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১