Select Page

আজ শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: সন্ধ্যা ৬:০৯

মেয়র পদে ১৩ জনের মনোনয়নপত্র জমা

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

নভে ২৩, ২০১৭ | বিশেষ প্রতিবেদন

স্টাফ রিপোর্টার: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে গতকাল মেয়র পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৭ এবং কাউন্সিলর পদে ২২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন উপলক্ষে গতকাল রংপুর নগরীর কাচারি বাজার এলাকায় অবস্থিত রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বর লোকে লোকারণ্য ছিল। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মী এবং তাদের সমর্থক এবং উৎসুক জনতার  ভিড় লেগে যায় সকাল থেকেই। এরপর এক এক করে মনোনয়নপত্র নিয়ে প্রার্থীরা আসেন। কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে তেমন একটা লোকজন দেখা না গেলেও মেয়র প্রার্থীদের সঙ্গে অনেক নেতাকর্মীকে দেখা গেছে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, মেয়র পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাপা বিদ্রোহী স্বতন্ত্র হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, জাপা স্বতন্ত্র আবদুর রউফ মানিক, বিএনপির মনোনীত কাওসার জামান বাবলা, বিএনপির বিদ্রোহী নাজমুল আলম নাজু, বাসদ আবদুল কুদ্দুস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটিএম গোলাম মোস্তফা, ন্যাশনাল পিপলস পার্টি সেলিম আক্তার, আবদুল মজিদ বীরপ্রতীক স্বতন্ত্র, মোসা. সুইটি আক্তার স্বতন্ত্র, মেহেদি হাসান রনি স্বতন্ত্র ও শাকিল রায়হান স্বতন্ত্র।

সুভাষ চন্দ্র সরকার আরো জানান, ২৫ ও ২৬শে নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ৩রা ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন এবং ৪ঠা ডিসেম্বর প্রার্থীদের মধ্যে মার্কা বরাদ্দ করা হবে।

মুখোমুখি
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেয়া হয়েছে রংপুর মহানগর বিএনপি’র সহ-সভাপতি কাওসার জামান বাবলাকে। মনোনয়ন পেয়েই গতকাল দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। কাওসারকে মনোনয়ন দেয়ার বিষয়ে মঙ্গলবার রাত ৯টায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে আওয়ামী লীগের সাবেক রসিক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু ও জাতীয় পার্টির প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাকে মনোনয়ন দেয়া হয়। ইতিমধ্যেই বৃহৎ দলের এ ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করে একে অপরের মুখোমুখি হয়েছেন। আওয়ামী লীগের সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু মনোনয়ন পত্র দাখিল করেন বেলা বারোটার দিকে এ সময় রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন ঝন্টু। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। পরে তিনি রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকারের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

পরে তিনি সাংবাদিকদের নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় পার্টির ঘাঁটিকে আমি আওয়ামী লীগের দুর্গ বানাতে চাই। বর্তমান সরকারের উন্নয়নের জোয়ারে আবারও রসিক নির্বাচনে আওয়ামী লীগের জয় হবে। এসময় রংপুর জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান শফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান টুটুল, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম মিলন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন, মহানগর যুবলীগের আহ্বায়ক সিরাজুম মনির বাসার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির বাবলার মনোনয়নপত্র দাখিল
মেয়র পদে বিএনপি মনোনীত রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা মনোনয়নপত্র দাখিল করেন। বেলা দেড়টায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিসে আসেন বাবলা। পরে রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকারের কাছে মনোনয়নপত্রটি জমা দেন। এসময় তার সঙ্গে ছিলেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, অ্যাড, রেজেকা সুলতানা ফেন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক বসুনিয়া আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকছেদুল আরেফীন রুবেল, রংপুর মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল প্রমুখ। এর আগে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা দলের নেতা এসএম ইয়াসির, আব্দুর রাজ্জাক, ইউসুফ, হামিদুলসহ অন্যদের নিয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০