ষ্টাফ রিপোর্টার :
নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত আনসার সদস্য মো নুরনবীর পরিবারকে সাড়ে পাঁচ লাখ টাকার চেক দিয়েছে ইসি।
সোমবার দুপুরে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ চেক হস্তান্তর করেন কুমিল্লা রেঞ্জের আনসার ও ভিডিপি পরিচালক ও রেঞ্জ কমান্ডার ফখরুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন ১৩ আনসার ব্যাটালিয়ন ও জেলা কমান্ডেন্ট আশিষ কুমার ভট্টাচার্য। চেক বিতরণে বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।
এ সময় বক্তারা বলেন, দেশের জন্য আনসার সদস্যদের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। যারা দেশের জন্য জীবন দেন, তাদের পাশে সরকার সবসময় থাকবে। এ ধরনের আর্থিক অনুদান দেয়া অব্যাহত থাকবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নুরনবী। তিনি ওই দিন নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাপুর ইউপির তুলাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করছিলেন।