বেগমগঞ্জে প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গ্রামের এমপি সড়কের পাশের আরএনবি ব্রিক ফিল্ডের পরিত্যক্ত একটি শ্রমিক ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে ওই ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় কারও পক্ষে তাকে চেনা সম্ভব হচ্ছেনা।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।