ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি আরম্ভ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ।
বিকালে জেলা শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের জেলা শাখার আহবায়ক এডভোকেট এমদাদ হোসেন কৈশরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য জাকের হোসেন কিরণ, এডভোকেট মনির হোসেন, এডভোকেট রুবাবা নুর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খালেদ মোশারফ রাজু।
র্যালী ও আলোচনা সভায় শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল করিম বিশাল, সাধারণ সম্পাদক জনি আলম. সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেকা ইসমাঈল হোসেন রুবেল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।