কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুর রহমান একই ওয়ার্ডের সালাউদ্দিনের ছেলে ও বসুরহাট মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। চার ভাই-বোনের মধ্যে সে সবার ছোট।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, আব্দুর রহমান দুপুরে মাদরাসা থেকে আসার পর খেলেতে খেলেতে এক পর্যায়ে বাড়ির পুকুরে পড়ে যায়। স্বজনরা তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
Facebook Comments Box