ষ্টাফ রিপোর্টার :
নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে র্যালি ও লিফলেট বিতরণ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
সোমবার সকালে স্বাচিপ নোয়াখালীর উদ্যোগে আয়োজিত র্যালিটি জেলা শহরের হাসপাতাল রোড় প্রদক্ষিণ শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। এসময় রাস্তায় পথচারি, দোকানপাঠ ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল, সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহ, স্বাচিপ নোয়াখালীর সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমান প্রমূখ।
র্যালি ও লিফলেট বিতরণে নোয়াখালী জেনারেল হাসপাতালের ডাক্তার, নার্স, ইন্টার্ন চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।