ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউপির ২নং ওয়ার্ড থেকে মঙ্গলবার রাতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মো. কাউছার মিয়া চরকাঁকড়া ২নং ওয়ার্ডের আলামিন উল্যাহ চৌধুরীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার এসআই মো.ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউছারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত ঢাকায় আত্মগোপনে ছিল।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো.আসাদুজ্জামান বলেন, শিশু ও নারী নির্যাতনের মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত হয় কাউছার। এরপর থেকে সে পলাতক ছিল। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠান।