ষ্টাফ রিপোর্টার:
নোয়খালী পুলিশ লাইনে প্রায় ৬.০০ একর আয়তনের একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এসময় এসপি আলমগীর হোসেনসহ জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি আলমগীর হোসেন বলেন, জেলায় পুলিশে কর্মরত পুলিশ ও সিভিল স্টাফসহ দেড় হাজার সদস্য ও তাদের পরিবারের আমিষের চাহিদা পূরণের নিমিত্তে পুকুরটিতে মাছ চাষের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাছাড়া সামাজিক ও ধর্মীয় বিভিন্ন উৎসব ও উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য মাছের চাহিদা পূরণ করাও এ কর্মসূচির লক্ষ্য।
Facebook Comments Box