স্টাফ রিপোর্টারঃপানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন আমি উপকূলবাসীর দু:খের কথা জানি। আপনাদের এলাকার নদী ভাঙ্গন রোধের বিষয়টি চিন্তা করার দায়িত্ব আমার। নদী ভাঙ্গন রোধে সরকার আন্তরিক । অচিরেই উপকূলবাসীর দুঃখ নদী ভাঙ্গন রোধ করা হবে।
শুক্রবার সকাল থেকে মন্ত্রী নদী ভাঙ্গন
রোধে নোয়াখালীর মুসাপুর ব্লক, মুসাপুর ক্লোজার ও হাতিয়া চেয়ারম্যান ঘাট পরিদর্শন করেন।
বিকালে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় নদী ভাঙ্গন রোধ সংক্রান্ত সকল ফাইল দ্রুত মন্ত্রালয়ে পাঠানোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
এ সময় নোয়াখালী – ৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ন সম্পাদক মন্টু কুমার বিশ্বাস, হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
০৬.০৯.১৯ইং