ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর কবিরহাট পৌরসভায় মাইক্রোবাসের চাপায় ঈশা আক্তার (৪) নামে একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ।
সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নতুন শাহজীরহাট-চাপরাশিরহাট সড়কের ইন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঈশা আক্তার ইন্দ্রপুর গ্রামের মো. লিটনের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে একটি মাইক্রোবাস চাপরাশিরহাটে যাচ্ছিল। পথে ইন্দ্রপুর এলাকায় একটি শিশু সামনে দিয়ে দৌড় দিতে গেলে গাড়ির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।