ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়কে সিএনজি চালিত অটোরিকশার উপর গাছ চাপা পড়ে মোজাম্মেল হক স্বপন (৩৮) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনসি চালক আবদুল মান্নান (৪৫) আহত হয়।
শনিবার রাতে উপজেলার বামনী বাজারের পূর্ব পাশে আলী চেয়ারম্যানের বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক স্বপন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুর মিয়া সওদাগর বাড়ির মাহফুজুল হকের ছেলে। তিনি মুছাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে জেলা শহর মাইজদী থেকে ব্যক্তিগত কাজ সম্পন্ন করে বাড়ি ফেরার পথে রামপুর ইউনিয়নের বামনী বাজারের পূর্ব পাশে আলী চেয়ারম্যানের বাড়ির দরজায় পৌছালে বৃষ্টির কারণে সড়কের পাশের একটি গাছ সিএনজি চালিত অটোরিকশার উপর চাপা পড়লে চলন্ত সিএনজি দুমড়ে-মুছড়ে যায়। এ সময় স্বপন ঘটনাস্থলেই মারা যান এবং সিএনজি চালক মান্নান আহত হন।
কোম্পানীগঞ্জ থানার (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। সড়কের পাশের গাছ পড়ে অনাকাঙ্খিত এ দুর্ঘটনা ঘটে।