ষ্টাফ রিপোর্টার:
নোয়াাখালী সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী জাহেদ হাসান জাহিদ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি এলজি, ২টি কার্তুজ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ।
সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। আটকৃত জাহিদ উপজেলার হরিনারায়ণপুর এলাকার জাকের হোসেনের ছেলে। তাকে গ্রেফতার করায় এলাকায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা।
থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসী জাহেদের বিরুদ্ধে দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ রয়েছে। দীর্ঘদিন নজরদারির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।
সুধারাম থানার ওসি নবীর হোসেন জাহিদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র এবং মাদক সহ ৮টি মামলার রয়েছে। জাহিদকে বিকালে আদালতে প্রেরণ করা হয়।