ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালী জেলা কারগারে হার্ট অ্যাটাক করে আদনান চৌধুরী দুর্জয় (৩৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কারা হাজতি দুর্জয় বুকে ব্যাথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে রাত ১টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মৃত হাজতি দূর্জয় মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত। সে বেগমগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের একরামুল হকের ছেলে। তার মাদক মামলায় এক বছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাস জেল হয়।
এ বিষয়ে নোয়াখালী জেলা কারাগরের জেল সুপার মনির হোসেন জানান, দূর্জয় বুকে ব্যাথা অনুভব করলে আমরা তাকে আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিই। পরে তার অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।