Select Page

আজ শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: সন্ধ্যা ৬:২০

শান্তিপূর্ণ ভোটগ্রহণে শেষ হলো কবিরহাট উপজেলা নির্বাচন

নোয়াখালী বার্তা ডেস্ক

অক্টো ১৪, ২০১৯ | কবিরহাট

কবিরহাট প্রতিনিধি :
নোয়াখালীর স্থগিত হওয়া কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভোটগ্রহণের মাধ্যমে শেষ হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ৬১টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ভোটাররা কোনও প্রতিবন্ধকতা ছাড়াই সহজে ভোট প্রদান করেছেন বলে জানা জানা গেছে। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার সংখ্যা কেন্দ্রে বেশি উপস্থিতি দেখা যায়।

এ উপজেলা নির্বাচনে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়। এখানে ১ লাখ ৪৬ হাজার ২৩১ জন ভোটার ছিলো।

স্থগিত হওয়া কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী, ৩ ভাইস চেয়ারম্যান ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।

নির্বাচন সষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ১জন ম্যাজিস্ট্রেট ও ৩ জন নির্বাহী ম্যাজিট্রেটসহ পুলিশের স্ট্রাইকিং ফোর্স ১৬, বিজিবি ৮ প্লাটুন, র‌্যাবের ৬টি স্ট্রাইকিং ফোর্সসহ পুলিশ ও আনসার সদস্য মোতয়েন ছিলো।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০