হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় পুকুরের ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় হাতিয়ার চরকৈলাস গ্রামে নিজ পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো, ওই গ্রামের বাবুল উদ্দিনের ছেলে ফাহিম ও রাফুল উদ্দিনের ছেলে আরমান।
হাতিয়া থানা ওসি আবুল খায়ের জানান, খেলা করতে গিয়ে বিকালে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ফাহিম ও আরমান।
পরে বাড়ি না ফেরায় স্বজনরা তাদের খোঁজা শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যায় ওই পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।
Facebook Comments Box